27732

08/14/2025 ধামইরহাটে সড়ক থেকে ব্যবসায়ির বিক্ষত লাশ উদ্ধার

ধামইরহাটে সড়ক থেকে ব্যবসায়ির বিক্ষত লাশ উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২৪ জুন ২০২৫ ০০:১২

নওগাঁর ধামইরহাটে রাস্তা থেকে শাহাদাত হোসেন (২৮) নামে একজন যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২৩ জুন) রাত ১০টায় ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক সড়কের উপজেলার ধানতাড়া এলাকার মোড়ের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যাক্তি পাশ্ববর্তী ফতেপুর এলাকার মো. আমজাদ হোসেন খোকার ছেলে। নিতহ শাহাদাত হোসেন আমাইতাড়া বাজারে বাসস্ট্যান্ডের সামনে মোবাইল ফোন এক্সেসরিজের ব্যবসা করতেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. ইমাম জাফর জানান, রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনেন। তার মাথাসহ শরীরের বিভিন্ন যায়গার ক্ষত দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। পরিবারের নিকট খবর দেয়া হয়েছে। আইনি পক্রিয়া চলমান রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]