27799

07/01/2025 বিপিএলে নতুন দল নিতে আবেদন করেছে নোয়াখালী

বিপিএলে নতুন দল নিতে আবেদন করেছে নোয়াখালী

রাজ টাইমস ডেস্ক

৩০ জুন ২০২৫ ১৭:৪৪

এই বছরের ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন মৌসুমে একটি নতুন দল যোগ দিতে চলেছে।

'নোয়াখালী রয়্যালস' নামে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই একটি দল নেওয়ার জন্য আবেদন করেছে। যেটির মালিকানায় থাকবে শায়ান্স গ্লোবালের নামের একটি প্রতিষ্ঠান।

বিপিএলে দল পেতে আজ সোমবার বিসিবিতে আবেদন পত্র জমা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির মালিক পক্ষ। বিপিএলের সকল প্রক্রিয়া মেনে ১১তম আসরের অংশ নেওয়ার আবেদন জানিয়েছে তারা।

এদিন শায়ান্স গ্রোবালের প্রতিনিধি বাদল গণমাধ্যমকে বলেন, ‘একটা বোর্ড মিটিং আছে। সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে নতুন ফ্র্যাঞ্চাইজি নেবে কিনা এবং নিলেও কি কি ডকুমেন্ট লাগবে ওনারা আমাদের জানাবে।

আমরা আমাদের দিক থেকে মোটামুটি প্রস্তুত, যে ডকুমেন্টগুলো লাগে আমরা সেগুলো রেডি করে রেখে দিয়েছি। আমরা আশা করছি, ওনারা আমাদের আবেদন গ্রহণ করবে এবং নোয়াখালীর মানুষের স্বপ্ন পূরণ করবে।’

এ ছাড়া গত ২৪ জুন বিসিবি সভাপতি বরাবর দেয়া এক চিঠিতে সায়ান'স গ্লোবাল জানায়, বিপিএলে দল নেয়ার পাশাপাশি নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চায় তারা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]