27804

07/01/2025 ইবির লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মাহিউল সম্পাদক রবিউল

ইবির লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মাহিউল সম্পাদক রবিউল

ইবি প্রতিনিধি:

৩০ জুন ২০২৫ ২৩:৩০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫-২৬ অর্থবছরের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের মাহিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের ভূমি ব্যবস্থাপনা বিভাগের মো: রবিউল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

সোমবার (৩০জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জিমনেসিয়ামের সামনে বিদায়ী সভাপতি ফাইমুন নোমানের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক মোকসিতুর রহমান সম্পদের সঞ্চালনায় কমিটি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা,মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামাণিক স্যার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: তানভীরুল ইসলাম।

নবনিযুক্ত সভাপতি মাহিউল ইসলাম বলেন,“লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী এবং ভ্রাতৃত্বমূলক সংগঠন।

তিনশত কিলোমিটার দূরের জেলা থেকে এসে আমরা যেন এখানে একে অপরের পাশে দাঁড়াতে পারি, পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতার মাধ্যমে ১৭৫ একরের ক্যাম্পাসে একটি পরিবার হয়ে উঠি—এই চেতনা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। সকলের পারস্পরিক সহযোগিতা একান্ত কাম্য।”

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]