07/03/2025 ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে ইবি আইন বিভাগের সংবর্ধনা
ইবি প্রতিনিধি:
২ জুলাই ২০২৫ ২১:২৯
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রাক্তন শিক্ষার্থী ও ইসলামিক ফাউন্ডেশের মহাপরিচালক আঃ ছালাম খানকে সংবর্ধনা দিয়েছে আইন বিভাগ ।
বুধবার ( ২ জুলাই ) দুপুরে মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে বিভাগের কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়।
আইন অনুষদের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড.খন্দকার তৌহিদুল আনাম, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড.আ.ব.ম ছিদ্দীকুর রহমান আশ্রাফী সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীর ও কর্মকর্তারা।
মহাপরিচালক আঃ ছালাম খান বলেন, আমি কখনো কারো সাথে আপোষ করি নাই। এসব কারণে বিগত সময়ে আমার বিভিন্ন জায়গায় বদলি হতো। ফ্যাসিস্ট সরকারের পরিবর্তনের পরে আমি ইসলামিক ফাউন্ডেশনে আসছি। আমরা চিন্তা করছি কিভাবে ইসলামের প্রচার ও প্রসার করা যায়। আমরা সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্ণার করবো। প্রথম ফাউন্ডেশন কর্ণার হবে ইবিতে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্কলাররা আমাদের বিভিন্ন সময়ে সহযোগীতা করেন। আমার দাবি ভবিষ্যতেও তারা আমাদের সহযোগীতা করবেন।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আইন বিভাগের সিনিয়র শিক্ষার্থী আঃ ছালাম খান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। এটা আইন বিভাগের ও শিক্ষার্থীদের জন্য গর্বের। আমাদের মধ্য থেকে যারা বড়ো হয় তারা অনুপ্রেরণার উৎস। এটা আমাদের জন্য শিক্ষার। আমাদের প্রবণতা হলো আমরা বড়দের দেখে বড়ো হই। তাদের দেখে শিক্ষার আগ্রহ জন্মে। সালাম আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার।
বর্তমান পরিস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনেক জায়গা আছে। গত শাসনামলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাইবাতে অপমান করা হতো। টুপি বা ইসলামি ভাবধারা থাকলে ভাইবা থেকে বাদ দেওয়া হতো।
রক্তের বিনিময়ে সেই শাসনের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ। এই পরিবর্তন না হলে আমরা কেউ এখানে আসতে পারতাম না। এই বিপ্লব আমাদের শিক্ষার্থীদের একটা সুযোগ তৈরি করে দিয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, তোমাদের পড়াশোনা করতে হবে। গভীর জ্ঞান অর্জন করতে হবে। আইন মানুষকে শৃঙ্খলিত করতে এসেছে। আইন অনুসরণ করলে তোমরা ভালো মানুষ হতে পারবে। প্রতিটি বিভাগ থেকে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে প্রোগ্রাম করা প্রয়োজন। কোনো বিভাগ এরকম প্রোগ্রাম করলে আমি তাদের সর্বোচ্চ সহযোগিতা করবো।