27880

07/09/2025 তিন তারকা ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

তিন তারকা ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

রাজ টাইমস ডেস্ক

৮ জুলাই ২০২৫ ১৪:১৮

জুলাইয়ের মাঝামাঝি তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। কুড়ি কুড়ির ওই সিরিজের জন্য দিয়েছে পিসিবি। ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির।

সফরে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা। দলে নতুন মুখ বাহাতি পেসার সালমান মির্জা। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন সহ-অধিনায়ক শাদাব খান ও পেসার হারিস রউফ। গণমাধ্যম জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল।

বাংলাদেশে যে পাকিস্তান দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে, সেটা ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অন্তর্ভুক্ত নয়। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার সময়ই দুই বোর্ডের মধ্যে বৈঠকের মাধ্যমে এই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সফর শেষ করে পাকিস্তান দল ওয়েস্ট ইন্ডিজ সফর করবে পাকিস্তান।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ২০ জুলাই। পরের দুটি ২২ এবং ২৪ জুলাই। সিরিজের তিনটি ম্যাচই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসবে। ওই সিরিজের জন্য এখনও দল জানায়নি বিসিবি।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড

সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নেওয়াজ, হোসাইন তালাত, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, শাহিবজাদা ফারহান, সায়েম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]