28005

07/20/2025 ৪৮তম বিশেষ বিসিএসে অংশ নিলেন ৪১ হাজার প্রার্থী

৪৮তম বিশেষ বিসিএসে অংশ নিলেন ৪১ হাজার প্রার্থী

রাজ টাইমস ডেস্ক

১৮ জুলাই ২০২৫ ১৮:১৯

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এমসিকিউ পদ্ধতিতে দুই ঘন্টব্যাপী ২০০ নম্বরের লিখিত এই পরীক্ষায় ৪১ হাজার ২৫ জন প্রার্থী অংশ নেয় বলে সরকারী কর্ম কমিশন (পিএসসি) কর্তৃপক্ষ জানিয়েছেন।

পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল কেন্দ্রে সুষ্ঠুভাবে বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে জানানো হয়, ৪৮ তম এই বিসিএস থেকে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। এরমধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।

পিএসসি আগেই জানিয়েছিল, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

এমসিকিউ পদ্ধতিতে মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হয়। সাধারণ বিষয়ের ১০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকার কথা জানায় পিএসসি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]