28025

07/20/2025 ভালো ও মানবিক মানুষ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান

ভালো ও মানবিক মানুষ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান

রাজ টাইমস ডেস্ক

১৯ জুলাই ২০২৫ ১৩:৫৭

বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আরও বেশি দক্ষতা অর্জন করার তাগিদ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক ৩ দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

ভালো ও মানবিক মানুষ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় তাই ভালো ইন্জিনিয়ার হওয়ার চেয়ে ভালো মানুষ হয়ে ওঠার পরামর্শ দেন সেনাপ্রধান। পরে পাঁচটি ক্যাটাগরিতে মোট ৫ জনকে পুরস্কার তুলে দেয় সেনাপ্রধান।

তিন দিনব্যাপী এই সম্মেলনে উৎপাদন কৌশল, নবায়নযোগ্য শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাপ প্রকৌশল, মহাকাশ গবেষণাসহ বিভিন্ন ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্মলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন ,জাপান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নিচ্ছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]