28029

07/21/2025 ধামইরহাটে শহীদ বায়েজিদ বোস্তামি স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ধামইরহাটে শহীদ বায়েজিদ বোস্তামি স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রাজ টাইমস ডেস্ক

১৯ জুলাই ২০২৫ ১৮:৫০

নওগাঁর ধামইরহাট উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বায়েজিদ বোস্তামি স্মরণে এক বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম ফরহাদ জাহান, উপজেলা বনবিট কর্মকর্তা মো. আনিসুর রহমান, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মিলন কুমার, প্রভাষক সুলতান মাহমুদ, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রমুখ।

ধামইরহাট উপজেলার কৈগ্রাম এলাকার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে বায়েজিদ বোস্তামি। গত বছরের ৫ আগষ্ট কারফিউ ভেঙ্গে রাজধানীর আশুলিয়া থানার সামনে বন্ধুদের সহিত আন্দোলনে যোগ দেন। সেখানে মাত্র ২৩ বছর বয়সি বায়েজিদ বোস্তামি পুলিশের গুলিতে মারা যায়। পরে শহীদ বায়েজিদ সহ মোট ১৩ জনের মরদেহ জ্বালিয়ে দেয় পুলিশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]