28047

07/22/2025 ৪৮ তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৮ তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

রাজ টাইমস ডেস্ক

২১ জুলাই ২০২৫ ১৩:১৪

চিকিৎসক নিয়োগে ৪৮ তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশ করা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার রাত পৌনে ১২টার দিকে পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৬ জন। এর মধ্যে সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন, আর ডেন্টাল সার্জন ৫১১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

গত শুক্রবার এমসিকিউ পদ্ধতিতে দুই ঘন্টব্যাপী ২০০ নম্বরের লিখিত এই পরীক্ষায় ৪১ হাজার ২৫ জন প্রার্থী অংশ নেয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, এ বিসিএসে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জনের শূন্যপদ ২ হাজার ৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০ টি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]