07/23/2025 রাজশাহীতেই পাইলট তৌকিরের দাফন
মহিব্বুল আরেফিন
২২ জুলাই ২০২৫ ১২:৩০
উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের দাফন হবে রাজশাহীতে। এজন্য সপুরা গোরস্থানে খোঁড়া হয়েছে কবর। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই প্রস্তুত করা হয় তার কবর। বিকেল সাড়ে ৪টা দিকে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন পাইলট সাগরের চাচা মতিউর রহমান।
তিনি বলেন, গতকাল মৃত্যুর খবর শোনার পর সগরের পরিবারকে ঢাকায় নেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় প্রথম জানাজা শেষে মরদেহ রাজশাহীতে আনা হবে। এরপর রাজশাহী সপুরা কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে রাজশাহী উপশহর ঈদগাহ মাঠে তার জানাজা হবে।
এদিকে সকাল ১০টার দিকে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সপুরা গোরস্থানে গিয়ে দেখা যায় মসজিদের পাশে তার কবর খোঁড়া হচ্ছে। নিহত পাইলটের রাজশাহীর উপশহর এলাকার ভাড়া বাসায় গিয়ে দেখা যায়, নীরব পরিবেশ। বাড়ির সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন আজিজুর রহমান। এসময় তিনি বলেন, এই মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আল্লাহ আমার নাতিকে জান্নাত নসিব করুন।
নিহত তৌকিরের বাবা তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন সৃষ্টি খাতুন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তারা তৌকিরের লাশের সঙ্গে রাজশাহী ফিরবেন।
পারিবারিক সূত্র জানায়, তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে। রাজশাহীর উপশহরের ৩ নম্বর সেক্টরের ২২৩ নম্বর বাড়ির তৃতীয় তলায় তারা ভাড়া থাকেন। বাড়িটির নাম ‘আশ্রয়’। গতকাল বিকেলে তৌকিরের বাবা-মা, বোন সৃষ্টি ও তার স্বামী ডা. তুহিন ইসলামকে বিমান বাহিনীর এক বিশেষ ব্যবস্থায় রাজশাহী থেকে ঢাকায় নেওয়া হয়।
উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়ালো।এ ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।