07/27/2025 ধামইরহাটে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
২৬ জুলাই ২০২৫ ১৪:৩৪
নওগাঁর ধামইরহাটে বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের নিয়ে নানান আয়োজনের মধ্য দিয়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তারের সভাপতি উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, প্রধান শিক্ষক এসএম খেলাই ই রব্বানী প্রমুখ।
পরে উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক এমকে জিন্নাহ চৌধুরীর নেতৃত্বে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে সেবা মেলার উদ্বোধন এবং ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, একটি ট্রাইসাইকেল ও একটি স্মার্ট সাদা ছড়ি বিতরণ করেন ভারপ্রাপ্ত ইউএনও মোসা. জেসমিন আক্তার।