07/27/2025 বিএনপি নিম্নকক্ষ নির্বাচনে পিআর পদ্ধতি চায় না: মির্জা ফখরুল
রাজ টাইমস ডেস্ক
২৬ জুলাই ২০২৫ ১৬:৩৩
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নিম্নকক্ষ নির্বাচনে পিআর পদ্ধতি চায় না।
তিনি বলেন, রাতারাতি সংস্কার সম্ভব না, কয়েকটি বৈঠক করেই সংস্কার হয়ে যাবে- এভাবে হয় না। জুলাই বিপ্লব- পত্যাশা ও প্রাপ্তি বিষয়ে আলোচনাসভার আয়োজন করে জিয়া পরিষদ।
শনিবার ( ২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এ আলোচনায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আমগীর বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করছে সংস্কারের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাবার।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া।
এদিকে, বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী শহীদ আফনান ফাইয়াজের পরিবারের সাথে সাক্ষাত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানান।