28159

07/31/2025 চাঁদাবাজি মামলায় বিএনপি নেতাসহ ৮ জন কারাগারে

চাঁদাবাজি মামলায় বিএনপি নেতাসহ ৮ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই ২০২৫ ১৭:৪১

রাজশাহী চন্দ্রিমা থানার চাঁদাবাজি মামলায় জামিন নিতে যাওয়া রাজশাহী মহানগর বিএনপির ২৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহাদ আলী ও তার ৮ সহযোগীকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ১২ই ফেব্রুয়ারি রনি চন্দ্রিমা থানাধীন দায়রা পাক মোড়ে বিসনার হোটেলের সামনে দাঁড়িয়ে থাককালীন সময়ে শাহাদ আলী ও তার বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র সহ নিয়ে ১০,০০০ টাকা চাদা দাবি করে। রনি চাদা দিতে অস্বীকার করলেন শাহাদ আলী ও তার বাহিন অতর্কিতভাবে তার হাতে, পায়ে, পিঠে চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে যখম করে।

চাঁদাবাজির এই মামলার আসামিরা মঙ্গলবার দুপুরে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে যান। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে রাজশাহী মহানগর বিএনপির শাহাদ আলী, সাধারণ সম্পাদক ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি, মাসুদ, সাংগঠনিক সম্পাদক, ২৬ নং স্বেচ্ছাসেবক দল , মিলন, ২৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক ,জসীম যুবলীগ কর্মী ,এনামুল, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী, শুভ, মুন, মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাদের নামে এলাকায় আরোও চাদাবাজির অভিযোগ আছে। আসামীদের কারাগারে প্রেরনে এলাকাবাসীর মাঝে স্বস্তি বিরাজ করছে। মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]