28160

07/31/2025 ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন চুক্তি বাতিল দাবি

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন চুক্তি বাতিল দাবি

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই ২০২৫ ১৭:৪৬

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের (OHCHR) কার্যালয় স্থাপন চুক্তি অবিলম্বে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, রাজশাহী জেলা ও মহানগর শাখা।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর মালোপাড়া দারুল উলুম মাদরাসার একটি কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে হেফাজতের পক্ষ থেকে বলা হয়, “জাতিসংঘ মানবাধিকার কমিশনের ঘোষিত উদ্দেশ্য মানবাধিকার রক্ষা ও উন্নয়নের হলেও, এর আড়ালে রয়েছে একটি ‘হিডেন এজেন্ডা’ — তা হলো পশ্চিমা মূল্যবোধ, বিশেষ করে সমকামিতার মতো অনৈতিক সংস্কৃতিকে বিশ্বের বিভিন্ন দেশে চাপিয়ে দেওয়া।”

তারা অভিযোগ করেন,ন জাতিসংঘের সংজ্ঞায় মানবাধিকার শুধুমাত্র পশ্চিমা বিশ্বের সামাজিক ও রাজনৈতিক মানদণ্ডে নির্ধারিত, যার সঙ্গে বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের বিরোধ রয়েছে।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, OHCHR অতীতে বিভিন্ন দেশে বিতর্কিত ভূমিকা পালনঞ করেছে।
কলম্বিয়ার উদাহরণ দিয়ে বলা হয়, সেখানে জাতিসংঘেরঞ কার্যালয় দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে একতরফা বক্তব্য উপস্থাপন করে, অথচ বামপন্থী গেরিলা সংগঠন FARC-এর অপরাধকে লঘু করে দেখায়। গুয়াতেমালায় জাতিসংঘের দুর্নীতিবিরোধী কমিশনের (CICIG) কার্যক্রমকে “বিচারিক অভ্যুত্থান” আখ্যা দিয়ে বলা হয়, এটি দেশটির সার্বভৌমত্বে নগ্ন হস্তক্ষেপ করেছে।

ভেনেজুয়েলায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ককে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে জাতীয় পরিষদে প্রস্তাব গৃহীত হয়েছে – এই ঘটনাও সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয়। হেফাজতে ইসলামের নেতারা বলেন, “বাংলাদেশে জাতিসংঘের এমন একটি কার্যালয় প্রতিষ্ঠা করা হলে দেশের সার্বভৌমত্ব, ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

তারা সরকারের প্রতি আহ্বা জানান, জাতিসংঘের সাথে স্বাক্ষরিত এ সংক্রান্ত সমঝোতা স্মারক (MoU) অবিলম্বে বাতিল করতে হবে এবং দেশের জনগণের ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী জেলা ও মহানগর শাখার গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]