07/31/2025 ধামইরহাটে বিএনপি নেতাদের ৩১ দফার লিফলেট বিতরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
২৯ জুলাই ২০২৫ ১৮:৪২
নওগাঁর ধামইরহাট উপজেলায় বিএনপি নেতাকর্মীদের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে উপজেলার আমাইতাড়া বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুবদলের সাবেক সহ- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার কে.এম.এস. মুসাব্বির শাফি, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক আলহাজ্ব মো. রুহুল আমিন, যুবদলের আহ্বায়ক তহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক রায়হান, ফিরোজ হোসেন বিদ্যুৎ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নওগাঁ জেলা ছাত্রদলের সহসভাপতি রুহেল হোসেন সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, আলমগীর হোসেন সুজন।
লিফলেট বিতরণকালে নেতারা জানান, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন।
যেখানে জণগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি দল আগামীতে ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।
বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ।