28179

08/02/2025 ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান

ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

৩১ জুলাই ২০২৫ ১৪:২৩

নওগাঁর ধামইরহাটে ৭২ জন কৃতি শিক্ষার্থী এবং শিশু কল্যাণ ও সামাজিক কাজে অবদান রাখার জন্য ৪০ জন হিরোদের স্বীকৃতি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির আয়োজনে স্বীকৃতি প্রদান অনুষ্ঠান করা হয়।

এসময় ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার।

এছাড়াও একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি ইমাম জাফর, এপি প্রোগ্রাম অফিসার ডেনিশ তপ্ন, শারমিন আক্তার সুরভী, রোজালিন কুড়াইয়া মিতু প্রমুখ উপস্থিত ছিলেন।

এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা জানান, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ৭২ জন শিক্ষার্থীদের মাঝে এবং বিভিন্ন ভাবে শিশু কল্যাণ ও সামাজিক কাজে অবদান রাখার জন্য ৪০ জন হিরোদের সংবর্ধনা প্রদান করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]