28236

08/04/2025 আগামীকাল সারাদেশে গণমিছিল করবে জামায়াত

আগামীকাল সারাদেশে গণমিছিল করবে জামায়াত

রাজটাইমস ডেস্ক: 

৪ আগস্ট ২০২৫ ১০:১৩

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) সারাদেশে গণমিছিল করবে জামায়াত।

এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শনিবার (২ আগস্ট) একটি বিবৃতি দিয়েছেন।

এ বিবৃতিতে বলা হয়েছে, জুলাইয়ের ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সকল মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানানো হয়েছে।

গণমিছিল সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতিসহকারে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য জামায়াতে ইসলামীর সকল জেলা ও মহানগরী সংগঠনের প্রতি আহ্বানও জানিয়েছে।

এই মিছিলে অংশগ্রহণ করার জন্য দেশের সকল নাগরিকদের প্রতি আহ্বান জানান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে গণমিছিল পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]