28263

09/28/2025 পাকিস্তানি ট্যাগ এদেশে আর কাজ করবে না: মির্জা গালিব

পাকিস্তানি ট্যাগ এদেশে আর কাজ করবে না: মির্জা গালিব

রাজটাইমস ডেস্ক: 

৬ আগস্ট ২০২৫ ১২:৩৮

পাকিস্তানি ট্যাগ এদেশে আর কাজ করবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

মঙ্গলবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে মির্জা গালিব লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দশজন ছাত্র-ছাত্রী মিলে বাম একজনকে দেখলাম স্লোগান দিতেছে, সাদিক কায়েম পাকিস্তানি। কি একটা অবস্থা! হাসিনার ফ্যাসিবাদ থেকে মুক্তি ‘‘পাকিস্তানি’’ যুবকের হাত ছাড়া হইল না!

তিনি আরও লেখেন, এদেশের তরুণদের মুসলিম আত্মপরিচয়ে ফেরার ঘটনাকে বামরা পাকিস্তানপন্থী বলে ট্যাগ করতে চায়। এই ট্যাগ যে আর এদেশে কাজ করবে না, এইটা বামরাও জানে। কিন্তু এই ট্যাগ দেয়া বাদে আর কোন রাজনীতি এরা শিখে নেই, করে নেই অনেকদিন- যেই রকম হাসিনা রাজাকার বলা ট্যাগ করা, খুন করা বাদে আর কোন রাজনীতি করে নেই গত ফ্যাসিস্ট আমলে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]