28280

08/08/2025 জুলাইয়ের পরিচয়হীন ৬ লাশ আঞ্জুমানে হস্তান্তর

জুলাইয়ের পরিচয়হীন ৬ লাশ আঞ্জুমানে হস্তান্তর

রাজটাইমস ডেস্ক

৭ আগস্ট ২০২৫ ২১:৪৩

জুলাই আন্দোলনে পরিচয় না পাওয়ায় এক নারীসহ ৬ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশগুলো বৃহস্পতিবার জুরাইন কবরস্থানে দাফন করেছে আঞ্জুমান মফিদুল।

জানা গেছে, নিহত ছয় মৃতদেহের মধ্যে পল্টন এলাকা থেকে একজনের মৃতদেহ, যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তিন জনের ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এক নারীসহ দুই মরদেহ উদ্ধার হয়।

পরে তাদের শাহবাগ থানার পুলিশের মাধ্যমে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়। লাশগুরোর ডিএনএ প্রোফাইল নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতাল সূত্র বলছে, নিখোঁজের খোঁজে অনেকেই এসেছিলেন কিন্তু মৃতদেহ দেখে শনাক্ত করতে পারেন নি। পরেও যদি কেউ নিখোঁজের খোঁজে আসতে আসেন, তারা ডিএনএ জন্য প্রয়োজনীয় নমুনা দিতে পারবেন।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, আদালতের নির্দেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন ও রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম এর উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় এই ছয় মৃতদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফনের জন্য হস্তান্তর করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]