28305

08/13/2025 হালনাগাদ তালিকার খসড়া প্রকাশ, ৪৪ লাখ নতুন ভোটার

হালনাগাদ তালিকার খসড়া প্রকাশ, ৪৪ লাখ নতুন ভোটার

রাজটাইমস ডেস্ক: 

১০ আগস্ট ২০২৫ ১১:২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে। রোববার সকালে নির্বাচন কমিশন খসড়া তালিকা প্রকাশ করে। এতে কারো তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ মিলবে ১২ দিন।

গত ৩০ জুন পর্যন্ত নতুন ভোটার যুক্ত হয়েছে ৪৪ লাখের বেশি। বর্তমানে দেশে ভোটার রয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। পুরাতন ও নতুন ভোটার মিলিয়ে মোট ভোটার ১২ কোটি ৮১লাখ। নতুন খসড়াতে দাবি-আপত্তি নিষ্পত্তির জন্য আগামী ২২ আগস্ট পর্যন্ত সময় পাবেন নতুন ভোটাররা। এর পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এর আগে গত ৪ আগস্ট ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা জানানো হয়েছিল।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আগামী ১০ আগস্ট ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তালিকায় ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত এমন নিবন্ধিত ভোটারদের নাম থাকবে, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ তারিখ বা তার আগে। একইসঙ্গে, মৃত ভোটারদের কর্তনের জন্য একটি তালিকাও প্রকাশ করা হবে।

সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটিবিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪ এর মাধ্যমে দরখাস্ত করতে হবে) দাখিল করা যাবে ২১ আগস্ট পর্যন্ত।

দাখিলকৃত দরখাস্তগুলো সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক নিষ্পত্তির শেষ করা হবে ২৪ আগস্টের মধ্যে। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]