08/13/2025 নওগাঁ সদরে অযোগ্যদের নিয়ে খাদ্যবান্ধব ডিলারশীপ নিয়োগের প্রতিবাদ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
১২ আগস্ট ২০২৫ ২১:১৩
নওগাঁ সদর উপজেলায় খাদ্যবান্ধব ডিলারশীপ নিয়োগে অযোগ্যদের নিয়ে লটারী করার প্রতিবাদে ভুক্তভোগীদের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের পার্ক ভিউ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- তিলকপুর ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলারশীপ নিয়োগে আবেদনকারীদের একজন লিটন হোসেন রুবেল।লিখিত বক্তব্যে লিটন হোসেন রুবেল বলেন- খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশীপ নিয়োগে গত বছরের ৩১ অক্টোবর আবেদন করার শেষ সময় ছিল।
আমরা নওগাঁ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যারা ডিলারশীপ নিতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিয়েছিলাম। আবেদন যাচাই-বাছাইয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি মো: ইবনুল আবেদীন ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: গোলাম মাওলা মিলে প্রতিটি ইউনিয়নে নিয়মানুসারে তদন্ত কমিটি গঠন করেন।
তদন্ত কমিটি প্রতিটি ইউনিয়নে তদন্ত করে এবং যোগ্য ও অযোগ্যদের যাচাই-বাচাই করে তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী মো: ইবনুল আবেদীন এর কাছে জমা দেয়া হয়। তদন্ত অনুসারে যাদের সকল কাগজপত্র ও শর্তানুযায়ী দোকানঘর আছে তাদেরকে নির্বাচিত করা হয়। সেই তদন্তনুসারে ইউনিয়ন পর্যায় থেকে একাধিক ব্যক্তি একক ভাবে যোগ্য হয়েছেন।আমরা জানিতে পারি সদর ইউএনও ও খাদ্য নিয়ন্ত্রক মিলে অসৎ উপায় অবলম্বন করে যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছিল সময় শেষ হওয়ার পরও উৎকোচের বিনিময়ে তাদের থেকে কাগজপত্র ও ভুয়া দোকান ঘরের চুক্তিপত্র (ডিট) নিয়ে যোগ্যদের বাতিল করে।
গত ৭ আগস্ট অযোগ্যদের নিয়ে লটারিতে অংশগ্রহণ করে তাদের বিজয়ী করা হয়।সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়- লটারিতে যাদেরকে বিজয়ী করা হয় তাদের নামও আমরা আগে থেকেই জেনেছি এবং ইউএনও’কে অবগত করা হয়। লোক দেখানো লটারীর সময়ও আমরা সরাসরি প্রতিবাদ করেছিলাম। প্রথম তদন্তে একক ভাবে যোগ্য হওয়ার পর কেন আমাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং লটারীতে কেন অংশগ্রহন করতে দেওয়া হলো না এর কোন সঠিক উত্তর তারা দেননি।
আমাদের প্রতিবাদকে উপেক্ষা করে ইউএনও এবং খাদ্য নিয়ন্ত্রক এক প্রকার জোর করে একক ভাবে লটারী করেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সেইসাথে নওগাঁ সদরের সকল ইউনিয়নে ডিলারশীপ নিয়োগ স্থগিত করে পূণরায় সঠিক তদন্ত করে ডিলারশীপ নিয়োগের দাবী জানাই।সংবাদ সম্মেলনে তিলোকপুর ইউনিয়নের ময়েন উদ্দিন, বোয়ালিয়া ইউনিয়নের হাসানুজ্জামান সবুজ ও মজিবর রহমান উপস্থিত ছিলেন।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি মো: ইবনুল আবেদীন বলেন- আবেদনের প্রেক্ষীতে তদন্ত কমিটির মাধ্যমে সকল কাগজপত্র যাচাই-বাচাই করা হয়েছে। সঠিক আবেদনকারীদের নিয়ে লটারী করা হয়েছে এবং বিজয়ী করা হয়েছে। যদি কোন অস্বচ্ছতা থাকে তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।