28351

08/14/2025 চাল উৎপাদনে তৃতীয় বাংলাদেশ, মাছে দ্বিতীয়

চাল উৎপাদনে তৃতীয় বাংলাদেশ, মাছে দ্বিতীয়

রাজটাইমস ডেস্ক: 

১৩ আগস্ট ২০২৫ ১৪:২৬

বিশ্বে চাল উৎপাদনে বাংলাদেশ বর্তমানে চাল তৃতীয় স্থানে অবস্থান করছে। এছাড়াও মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয়, পাট উৎপাদনে দ্বিতীয়, ছাগল উৎপাদনে পঞ্চম, আলু উৎপাদনে সপ্তম এবং রসুন উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের জন্য বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় এই তথ্য জানানো হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে কৃষি উৎপাদনের ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের পরই বাংলাদেশের অবস্থান। সম্প্রতি চাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বের অনেক কৃষি প্রধান দেশকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উন্নীত হয়েছে এবং এ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় ভারতের পরই বাংলাদেশের অবস্থান। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট চাষযোগ্য জমির প্রায় ৭৭-৮০ শতাংশের মধ্যেই ধানের আবাদ হয়।

তথ্য বলছে, ২০২৩-২০২৪ অর্থবছরে বাংলাদেশে মোট খাদ্যশস্য উৎপাদন হয়েছিল ৫০১.১৭ লক্ষ মেট্রিক টন যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৭.৩ শতাংশ বেশি। স্বাধীনতা পরবর্তী সময় থেকে গত পাঁচ দশকে বাংলাদেশে মোট কৃষিজ উৎপাদন প্রায় ৩.৫ গুণ বৃদ্ধি পেয়েছে। গত এক দশকেই খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১২৯.৫১ শতাংশ। মৎস্য খাতে মোট উৎপাদন ২০১৬-২০১৭ অর্থবছরে থাকা ৪১.৩৪ লক্ষ মেট্রিক টন থেকে ২০২৩-২০২৪ অর্থবছরে ৫০.৮০ লক্ষ মেট্রিক টনে উন্নীত হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]