28379

08/17/2025 বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪, আহত ৯

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪, আহত ৯

রাজ টাইমস ডেস্ক

১৬ আগস্ট ২০২৫ ১৮:২৬

বগুড়ার দু’উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত নয়জন।

নিহতরা হলেন বগুড়া সদরের গোপালবাড়ী এলাকার সিদ্দিক সরদারের স্ত্রী রেহেনা বেগম (৫০), শহরের জামিলনগর এলাকার নূর মোহাম্মদের ছেলে তানজিম হোসেন (২২) এবং নওগাঁর আত্রাই উপজেলার দেবনগর কদমকুড়ি এলাকার আব্দুল গফুরের ছেলে শামছুল হক (৭০)। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি।

শনিবার সকালে শহরের উপকণ্ঠে মাটিডালি বিমান মোড়ে সড়ক পারাপারের সময় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন রেহেনা। এদিন ভোরে টিএমএসএস মেডিক্যাল কলেজের সামনে প্রাইভেটকার দুর্ঘটনায় এক শিশু নিহত ও তিনজন আহত হয়।

এর আগে শুক্রবার শহরতলির তেলিপুকুর ফিলিং স্টেশন এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের চাপায় নিহত হন মোটরসাইকেল চালক তানজিম। এ সময় আব্দুল্লাহ নামের আরোহী আহত হয়েছেন। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার কাথম এলাকার মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার পেছনে পিকআপের ধাক্কায় বৃদ্ধ শামছুল নিহত হন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]