28380

08/17/2025 পবায় জামায়াত নেতার পুত্রের মৃত্যু: মহানগর জামায়াতের শোক

পবায় জামায়াত নেতার পুত্রের মৃত্যু: মহানগর জামায়াতের শোক

পবা প্রতিনিধি:

১৬ আগস্ট ২০২৫ ২১:১০

রাজশাহীর পবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নওহাটা সরকারি ডিগ্রি কলেজের সাবেক শিক্ষক জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী সাবেক সহকারী সেক্রটারী মরহুম অধ্যাপফ মোকবুল হুসাইনের বড় ছেলে গাজি সালাহউদ্দিন রয়েল (৫০) আজ ১৬আগষ্ট রাত ২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন- রাজশাহী মহানগর জামায়াতের আমির ডঃ মাওলানা কেরামত আলী ও সেক্রেটারি মোঃ ইমাজ উদ্দিন মন্ডল।

আজ বাদ জোহর নওহাটা কলেজ মাঠে জানাজা শেষে দুয়ারী গোরস্থানে মরহুমের দাফন কাজ সম্পন্ন হয়।

জানাজার উপস্থিত ছিলেন: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী সেক্রেটারি জনাব মোঃ ইমাজ উদ্দিন মন্ডল। আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মোঃ রায়হানুল হক রায়হান, জামায়াতে ইসলামী পবা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মোঃ নুরুজ্জামান, নওহাটা পৌরসভার সাবেক মেয়র মোঃ মকবুল হোসেন প্রমুখ।

জানা যায়, গাজি সালাহউদ্দিন রয়েল গত সোমবার হতে জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে গভীর রাত্রে বিছানা হতে পড়ে যান। পরে ওই দিনই তাকে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী (নওদাপাড়ায়) ভর্তি করা হয়।

সেখানে তার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় কিডনি লিভার ও ফুসফুসের সমস্যা চিহ্নিত হয়। পরবর্তীতে তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতরাতে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে মরহুম সালাহউদ্দিন রয়েল দুই কন্যা, পুত্র সন্তান, স্ত্রী, মা, ভাই, বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]