28442

08/23/2025 প্রচারণা চালানোর সময় আ. লীগের দুই কর্মী আটক

প্রচারণা চালানোর সময় আ. লীগের দুই কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট ২০২৫ ১৪:৫৩

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নে প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগের দুই কর্মী মোহাম্মদ গোলাম রাব্বানী (৩৪) ও মোসলেম উদ্দিন (৩২)কে আটক করা হয়েছে। শুক্রবার সকালের দিকে তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিবে মোতালেব হোসেন এবং এলাকাবাসী উভয়কে আটক করেন। পরে বিষয়টি তানোর থানা পুলিশকে জানালে, পুলিশ তাদের থানায় নিয়ে যায় এবং মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

পুলিশ জানায়, বিভিন্ন বিল্ডিংয়ে আওয়ামী লীগের লিখন ও প্রচারণা চালানোসহ আটককৃতরা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাতেন এবং অন্তর্র্বতীকালীন সরকারের বিপক্ষে পোস্ট করতেন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]