28462

08/25/2025 আজ থেকে ইসির সীমানা নির্ধারণের শুনানি শুরু

আজ থেকে ইসির সীমানা নির্ধারণের শুনানি শুরু

রাজটাইমস ডেস্ক: 

২৪ আগস্ট ২০২৫ ১৩:০৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানি শুরু হচ্ছে আজ (২৪ আগস্ট)। চলবে আগামী বুধবার পর্যন্ত।

এই চার দিনে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এসব তথ্য গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, রবিবার থেকে আমরা সীমানা নির্ধারণে দাবি-আপত্তির যে আবেদনগুলো এসেছে, সেগুলোর শুনানি শুরু হবে। যা চলবে বুধবার পর্যন্ত। এসব দাবি-আপত্তির বিষয়ে শুনানি গ্রহণের পর পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]