28476

08/25/2025 রাবিতে রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ

রাবিতে রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট ২০২৫ ২৩:৪০

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়েছে। শুরুর দুই ঘন্টায় কেন্দ্রীয় সংসদে সহকারী সাধারণ সম্পাদক ( এজিএস) পদে ও মহিলা বিষয়ক সম্পাদক পদে দুজন ফরম সংগ্রহ করেন।
এদিন সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষ ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি এবং হল সংসদের জন্য হল অফিস থেকে ফরম সংগ্রহ শুরু হয়। দুপুরে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে ফরম সংগ্রহ করেন। কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ফরমের মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন,‘ নির্ধারিত সময়সূচী অনুযায়ী আমরা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার সম্পুর্ণ প্রস্তুতি নিয়েছি। কেন্দ্রীয় সংসদে ২৫ টি পদের মধ্যে ২৩ টি ও সিনেটে ছাত্র প্রতিনিধি ৫ টি এবং হল সংসদে ১৭টির মধ্যে ১৫ টি পদে নির্বাচন হবে। মনোনয়ন বিতরণ চলবে ২৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত এবং ২৮ আগস্ট মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ। এরপর ১৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ, সিনেট ও হল সংসদের নির্বাচন হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]