28487

08/26/2025 ধামইরহাটে আইন–শৃঙ্খলা কমিটি কমিটির সভা অনুষ্ঠিত

ধামইরহাটে আইন–শৃঙ্খলা কমিটি কমিটির সভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২৫ আগস্ট ২০২৫ ১৫:১৬

ধামইরহাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগস্ট (সোমবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ জেসমিন আক্তার।

মাসিক আইনশৃঙ্খলা সভায় ধামইরহাট থানার সার্বিক পরিস্থিতি বর্ণনা করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর। আলোচনায় উপজেলার চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও করণীয় নির্ধারণ করা হয়। বিশেষ করে মাদক, বাল্য বিয়ে এবং সড়কে যত্রতত্র গাড়ী পার্কিং এর বিষয়কে বিশেষ গুরুত্ব দেয়া হয়।

সামাজিক নানান অপকর্মের প্রধান কারণ হিসাবে মাদক'কে উল্লেখ করে এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বস্তরের জনসাধারণকে অনুরোধ করা হয় সভায়। মাদকসেবিদের প্রতিহত করার পাশাপাশি তাদের বোধগম্যতা বাড়াতে স্থানীয়দের জোরালো ভূমিকা পালন এবং মাদক নির্মূলে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করণের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার আহবান করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের,উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার মামুনুর রশীদ, মৎস কর্মকতা আইয়ুব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, কালুপাড়া বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী, ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ইসবপুর ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম লাকি, আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক, জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, আড়ানগর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান, খেলনা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মিলন সরকার, ধামইরহাট উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল মালেক, ধামইরহাট সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মুমিনুল ইসলাম প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]