28489

08/26/2025 রাজশাহীতে রুয়েট শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন: দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রাজশাহীতে রুয়েট শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন: দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রুয়েট প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৫ ২১:১৯

চলমান বিএসসি-ডিপ্লোমা আন্দোলন এর অংশ হিসেবে কেন্দ্র ঘোষিত ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি আজ জরুরি সংবাদ সম্মেলন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

আজ ২৫ আগস্ট(সোমবার) দুপুর ২ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পক্ষে শ্রেণি প্রতিনিধিদের একাংশ লিখিত বক্তব্য পাঠ করেন।

বক্তাদের মধ্যে ছিলেন কম্পিউটার প্রকৌশল বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের দিপু, তড়িৎকৌশল বিভাগের একই বর্ষের তূর্য, যন্ত্রকৌশল বিভাগের ইউশা ও আজমি, পুরকৌশল বিভাগের তানজিম ও রকি।

বক্তারা তাদের বক্তব্যে বর্তমান কোটা প্রথাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা বাতিল করে মেধার যথাযথ মূল্যায়নের দাবি জানান। একইসাথে ডিপ্লোমা শিক্ষার্থীদের দ্বারা প্রকৌশল আন্দোলনকারীদের ওপর হেনস্থা ও সন্ত্রাসী কায়দায় হুমকি প্রদানের অভিযোগ তুলে এর বিচার দাবি করেন।

তারা বলেন, প্রকৌশল খাতের সংস্কার এখন সময়ের দাবি। এজন্য দ্রুত সময়ের মধ্যে তাদের ৩ দফা দাবি মেনে নিয়ে ইন্টেরিম সরকারকে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি অনলাইনে “Break the Silence” নামক কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]