28506

08/27/2025 ১০০ টাকা নিয়ে বাকবিতণ্ডায় মুদি দোকানিকে হত্যা

১০০ টাকা নিয়ে বাকবিতণ্ডায় মুদি দোকানিকে হত্যা

রাজটাইমস ডেস্ক: 

২৭ আগস্ট ২০২৫ ১২:১২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিকাশের দোকানে ছেঁড়া ১০০ টাকা লেনদেনকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে হামলার ঘটনায় মুদি দোকানি বাবুল হোসেন (৫৫) পাঁচদিন পর মারা গেছেন।

মঙ্গলবার রাতে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বাবুল হোসেন শিবগঞ্জ পৌরসভার জালমাছমারী এলাকার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট সকাল ৯টার দিকে বড়চক এলাকার গুমানের ছেলে আসাদুল বাবুলের ভাই মোয়াজ্জেম হোসেনের বিকাশের দোকান থেকে ২ হাজার টাকা ক্যাশআউট করে। দুই ঘণ্টা পর আবারো দোকানে এসে ১০০ টাকার একটি নোট ছেঁড়া রয়েছে বলে ফেরত নেয়ার দাবি জানালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর বিভিন্ন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ১০-১৫ জন লোক তার দোকানে হামলা চালায় আসাদুল।

এ সময় ভাইকে বাঁচাতে গেলে হামলার শিকার হন মুদি দোকানি বাবুল হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে স্বাস্থ্যের উন্নতি হলে বাবুল হোসেনকে বাসায় নিয়ে যায় স্বজনরা। তবে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হলে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান মানিক জানান, রক্তশূন্যতা নিয়ে হাসপাতালে ভর্তি হন বাবুল হোসেন। কিছুক্ষণ পর পরীক্ষা নিরীক্ষার একপর্যায়ে তার মৃত্যু হয়। রক্তশূন্যতার কারণে মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারণা চিকিৎসকদের।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]