28549

09/01/2025 জামায়াত আগামী নির্বাচনে অংশ নেবে: গোলাম পরওয়ার

জামায়াত আগামী নির্বাচনে অংশ নেবে: গোলাম পরওয়ার

রাজটাইমস ডেস্ক: 

৩০ আগস্ট ২০২৫ ২০:৪৮

আগামী নির্বাচনে জামায়াত ইসলাম অংশগ্রহণ করবে ঘোষণা দিয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বিচার ও সংস্কার দৃশ্যমান হলেই ফেব্রুয়ারি কেন ডিসেম্বরে নির্বাচন হতে পারে। কিন্তু জুলাই সনদে সব দলের স্বাক্ষরিত হওয়ার আগেই নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণের যে ধারণা দিয়েছে তার পেছনে কোন পরাশক্তির চাপ আছে।

বিএনপি'র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, ফ্যাসিবাদের পলাতক শক্তি ও দিল্লির সরকার বাংলাদেশে একটি পুতুল সরকার বসানোর ষড়যন্ত্র করছে। বিএনপি জনগণকে নিয়ে তা রুখে দেবে।

জুলাই গণ অভুত্থান দিবস উপলক্ষে খুলনা প্রেসক্লাবের উদ্যোগে গণঅভ্যুত্থান: গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

শনিবার প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক। বক্তব্য রাখেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও মহানগর জামায়াত ইসলামের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]