28557

09/04/2025 ৫০ শিক্ষার্থী চমেকে ভর্তি, চবি এলাকায় ১৪৪ ধারা জারি

৫০ শিক্ষার্থী চমেকে ভর্তি, চবি এলাকায় ১৪৪ ধারা জারি

রাজ টাইমস ডেস্ক

৩১ আগস্ট ২০২৫ ১৬:২৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে আহত হয়ে অন্তত ৫০ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাসের এলাকায় সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

এদিকে হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে বেশির ভাগেরই মাথায় আঘাত লেগেছে। কারো হাত–পা ভেঙেছে, অনেকে আবার অতিরিক্ত রক্তক্ষরণে শয্যাশায়ী।

চমেকের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানান, আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহত ৫০ শিক্ষার্থীকে চমেকের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন আমার দেশকে বলেন, চবির ৫০ শিক্ষার্থী চমেকে ভর্তি আছেন। তাদের বেশিরভাগই মাথায় আঘাত। সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

চমেকে থাকা দর্শন বিভাগের শিক্ষার্থী চন্দনা রানি বলেন, শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। মাথা থেকে সবার প্রচুর রক্ত ঝরছে।

ইতিহাস বিভাগের ছাত্রী শবনম বলেন, ‘আমাদের দিকে একসাথে ইট ছুড়তে থাকে স্থানীয়রা। মাথায় আঘাত পেয়ে চোখে অন্ধকার দেখি। পরে বন্ধুরা আমাকে হাসপাতালে নিয়ে আসে।’

চবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. মুহাম্মদ টিপু সুলতান বলেন, ‘শতাধিক শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুরুতর আহতদের আমরা চমেকে পাঠিয়েছি। বেশির ভাগের মাথায় আঘাত লেগেছে।’

চমেক হাসপাতালের একাধিক চিকিৎসক বলেন, শনিবার রাত ও রোববার দুপুর মিলিয়ে আহত হয়ে আসা শিক্ষার্থীদের ভিড়ে জরুরি বিভাগ কার্যত অচল হয়ে যায়। তাদের সবার দ্রুত সেলাই, এক্স–রে ও প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করা হয়।

আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকা শিক্ষার্থীদের স্বজনরা নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, বারবার হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]