28597

09/04/2025 বৃষ্টিতে পরিত্যক্তই হয়ে গেলো বাংলাদেশ-নেদারল্যান্ডস শেষ টি-২০

বৃষ্টিতে পরিত্যক্তই হয়ে গেলো বাংলাদেশ-নেদারল্যান্ডস শেষ টি-২০

রাজ টাইমস ডেস্ক

৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪০

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বারবার বৃষ্টির বাধায় পড়ে শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেরো। ম্যাচ শুরুর কিছুক্ষণ পর একবার বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ ছিল প্রায় ৪০ মিনিট।

এবার প্রথম ইনিংসের শেষ দিকে এসে আবারও বৃষ্টির কবলে পড়ে ম্যাচটি। যেখান থেকে পূনরায় আর ম্যাচটি শুরুই করা গেলো না।

দ্বিতীয়বার বৃষ্টি আসার আগ পর্যন্ত বাংলাদেশের রান ছিল ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪। ২০ রানে রানে জাকের আলী অনিক এবং ১১ বলে ২২ রানে ব্যাট করছিলেন নুরুল হাসান সোহান। দীর্ঘক্ষণ বৃষ্টির কারণে শেষ পর্যন্ত মাঠ খেলার অনপযোগী হয়ে যায় এবং ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।

তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছিলা বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচই জিতেছিল টাইগাররা। শেষ পর্যন্ত সিরিজে বাংলাদেশের জয় হলো ২-০ ব্যবধানে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]