28619

09/06/2025 জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন না নরেন্দ্র মোদি

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন না নরেন্দ্র মোদি

রাজ টাইমস ডেস্ক

৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতিসংঘের আসন্ন ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে উচ্চ-পর্যায়ের বিতর্কে বক্তব্য রাখবেন না।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত বক্তাদের সংশোধিত প্রাথমিক তালিকায় এই তথ্য জানানো হয়েছে। এই অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

৮০তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে ৯ সেপ্টেম্বর শুরু হবে এবং এর উচ্চ-পর্যায়ের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথা অনুযায়ী, প্রথম বক্তা হবেন ব্রাজিলের প্রতিনিধি, এরপর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘে এটি হবে ট্রাম্পের প্রথম ভাষণ।

সংশোধিত তালিকা অনুযায়ী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ২৭ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে ভাষণ দেবেন। যদিও গত জুলাই মাসে প্রকাশিত প্রাথমিক তালিকায় মোদির ২৬ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার কথা উল্লেখ ছিল। ২৬ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার সূচিতে ইসরায়েল, চীন, পাকিস্তান এবং বাংলাদেশের সরকারপ্রধানেরা রয়েছেন।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী মোদি চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন এবং ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে রাশিয়া থেকে তেল আমদানির জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত।

সূত্র: এনডিটিভি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]