28622

09/06/2025 চট্টগ্রামে জশনে জুলুসে দুই জনের মৃত্যু, আহত ৫

চট্টগ্রামে জশনে জুলুসে দুই জনের মৃত্যু, আহত ৫

রাজ টাইমস ডেস্ক

৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২২

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে র‍্যালীতে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাইফুল ইসলাম (১৩) ও আইয়ুব আলী (৬০)।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানা গেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে সড়কে পড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আহত মো. মাহফুজকে (৩৫) চমেক হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার মৃত শামসুল হকের ছেলে।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, জশনে জুলুসে পদদলিত হয়ে অথবা অসুস্থ হয়ে দুইজন মারা গেছেন।

হাসপাতালে সূত্র জানিয়েছে, জশনে জুলুসে মানুষের ভিড়ে পদদলিত হয়ে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শিশুও রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]