09/09/2025 ফলাফল যাই হোক আমরা মেনে নেব: ছাত্রদল সভাপতি
রাজ টাইমস ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৩
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ফলাফল যাই হোক আমরা মেনে নেব। তিনি বলেন, সুষ্ঠু ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে, অবশ্যই আমরা মেনে নেব।
মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি এ কথা বলেন।
ছাত্রদল সভাপতি বলেন, এখন পর্যন্ত প্রত্যাশা রাখছি, একটি নির্বঘ্নে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তারপরও একটি সংকট রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে। কৃত্তিম লাইন তৈরি করার প্রচেষ্টা কারো না কারো রয়েছে, আমরা সেগুলো অবজার করছি।
ফলাফল যাই হোক আপনারা মেনে নেবেন কিনা এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, অবশ্যই, সে মানষিকতা অবশ্যই রয়েছে। সুষ্ঠু ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে, সুষ্ঠু ভোটের পরিবেশের মাধ্যমে যারা নির্বাচিত হবে, এটা অবশ্যই আমরা মেনে নেব।