28667

09/10/2025 এবার কাতারে ইসরাইলের বিমান হামলা

এবার কাতারে ইসরাইলের বিমান হামলা

রাজ টাইমস ডেস্ক

৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩১

কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির যেখানে হামাসের জ্যেষ্ঠ নেতারা মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন। মঙ্গলবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, হামলায় অন্তত ১২টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের কাটারা জেলায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া উড়তে দেখা যায়।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের ঊর্ধ্বতন নেতৃত্বকে লক্ষ্য করে "সুনির্দিষ্ট হামলা" চালিয়েছে। তবে হতাহতদের পরিচয় বা অবস্থা এখনও স্পষ্ট নয়।

হামাস সূত্র জানায়, বৈঠকের সময় তাদের আলোচক প্রতিনিধিদের লক্ষ্যবস্তু করা হয়।

কাতার এই হামলাকে "কাপুরুষোচিত" আখ্যা দিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং কাতারের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।

উল্লেখযোগ্যভাবে, উপসাগরীয় অঞ্চলে—বিশেষ করে কাতারে—ইসরাইলের এটিই প্রথম সামরিক অভিযান, যেখানে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ঘাঁটি আল-উদেইদ অবস্থিত।

বিশ্লেষকরা বলছেন, এ হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]