28669

09/10/2025 সাদিক-ফরহাদ-মহিউদ্দিন প্যানেলের বড় জয়

সাদিক-ফরহাদ-মহিউদ্দিন প্যানেলের বড় জয়

রাজ টাইমস ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২৫ ০৬:২২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বড় ব্যবধানে জয়ী ইসলামী ছাত্র শিবির সমর্থিত সাদিক-ফরহাদ-মহিউদ্দিন প্যানেল।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৮টি কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্রের ১৬টি হলের ফলাফল জানা গেছে। এতে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ৫২২১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম পেয়েছেন ৩৬৫৩ ভোট। এ ছাড়া উমামা ২৩৫৫ এবং শামীম হোসেন ২৪০৯ ভোট পেয়েছেন।

বুধবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ঘোষিত ৭টি ভোটকেন্দ্রের ১৬টি হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন সাদিক কায়েম ও এস এম ফরহাদ।

ডাকসু নির্বাচনে মোট আটটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এসব ভোটকেন্দ্রে মোট ১৮টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]