28670

09/11/2025 ইবির শাহ আজিজুর রহমান হলে নানান সুবিধার উদ্বোধন

ইবির শাহ আজিজুর রহমান হলে নানান সুবিধার উদ্বোধন

ইবি প্রতিনিধি:

১০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলে রিডিং রুম, লাইব্রেরি, ক্যান্টিন, মেডিসিন কর্ণার, ইনডোর প্লেয়িং রুম ও সেলুন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এসব উদ্বোধন করেন।

উল্লেখ্য, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের প্রাক্তন ছাত্র হারুন-অর-রশীদ লিমন রিডিং রুমের জন্য একটি এসি কেনার টাকা দেন এবং হলের মেডিসিন কর্ণারের জরুরি ওষুধ সরবরাহ করেন বেক্সিমকো ফার্মা। প্রতিবছর তারা একবার এসব জরুরি ওষুধ সরবরাহ করবেন বলে নিশ্চিত করেছেন হল প্রভোস্ট । এসময় উপাচার্য এই হলের রিডিং রুমের জন্য দুটি এসি বরাদ্দের আশ্বাসও দিয়েছেন।

হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, "হলের এসব কাজের জন্য আমার ব্যক্তিগত অবদান নেই। শিক্ষার্থীদের বিভিন্ন সময়ের ফি'এর টাকায় হলের শিক্ষার্থী সংশ্লিষ্ট কাজগুলো সম্পন্ন করা হয়েছে। আমি মনে করি একজন শিক্ষার্থীর হলে সুন্দরভাবে থাকা ও পড়াশোনার জন্য যেসব সুবিধার প্রয়োজন সকল সুবিধা বাস্তবায়নের পথে আমরা এগিয়েছি।আমি মনে করি হলের সকল প্রয়োজন মেটাতে সক্ষম হয়েছি । এতে হলের শিক্ষার্থী, ছাত্রনেতা ও সাংবাদিকরা স্বতঃস্ফূর্ত পরামর্শ ও সাপোর্ট দিয়ে সহায়তা করেছেন। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উদ্বোধনের সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজ সারাদিনের ক্লান্তি ভুলে আমি এখানে উপস্থিত হয়েছি শুধু এই ভেবে যে, ছাত্ররা পরিবর্তন চায়। আর এই পরিবর্তন আসবে পড়াশোনা ও জ্ঞানচর্চার মাধ্যমে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও বলেন, “এই ক্যাম্পাসে আমি সবচেয়ে বেশি যা দেখি, তা হলো ঐক্য। এখানে কোনো বিশেষ পরিচয়ের ভেদাভেদ নেই। সবাই একসাথে উন্নয়নের জন্য কাজ করছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে এই ঐক্য ও উন্নয়ন অব্যাহত থাকুক, সেটাই আমাদের প্রত্যাশা।”

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, হল প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, আইআইইআর এর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, হলের হাউজ টিউটর অধ্যাপক সেলিম রেজাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী।

এছাড়াও উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়ন যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, শিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, তানভীর মন্ডল, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মাহমুদুল হাসানসহ ক্রিয়াশীল বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মী, সাংবাদিক ও হলের শতাধিক আবাসিক শিক্ষার্থী।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]