28673

09/11/2025 কাতারে হামলার এক দিন পর ইয়েমেনে ইসরাইলি হামলায় নিহত ৩৫

কাতারে হামলার এক দিন পর ইয়েমেনে ইসরাইলি হামলায় নিহত ৩৫

রাজ টাইমস ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৪

কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর এক দিন পর ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানা ও আল-জাওফে ইসরাইলি আগ্রাসনে আরো ১৩১ জন আহত হয়েছেন। তবে মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, উদ্ধারকারী দলগুলো হতাহতদের সন্ধান অব্যাহত রাখার সাথে সাথে সংখ্যাটি আরো বাড়তে পারে।

মন্ত্রণালয় জানিয়েছে, সানার আল-তাহরির এলাকার আবাসিক ভবন, শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জাওফের রাজধানী আল-হাজমের একটি সরকারি ভবনসহ বেসামরিক ও আবাসিক এলাকায় অভিযান চালানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো বোমাবর্ষণের ফলে সৃষ্ট আগুন নেভাতে এবং ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করছে।

হাউছিদের পরিচালিত আল মাসিরাহ টিভির মতে, হামলায় সানার দক্ষিণ-পশ্চিমের স্বাস্থ্য খাতের একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-হাজমের স্থানীয় সরকারি কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্টভাবে জানা যায়নি। ইয়েমেন তেল ও গ্যাস কর্পোরেশন জানিয়েছে, ইসরাইলি জেট বিমানগুলো সানার আল-সিত্তিন সড়কে একটি মেডিক্যাল স্টেশন লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হাউছি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইসরাইলি হামলা প্রতিহত করতে তারা সারফেস-টু-এয়ার মিসাইল ব্যবহার করেছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে কিছু ইসরাইলি বিমানকে পিছু হটতে বাধ্য করা হয়েছে।

এদিকে এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, তারা সানা ও আল-জাওফের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে।

সূত্র : আল জাজিরা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]