28693

09/13/2025 নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫১

নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫১

রাজ টাইমস ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৮

নেপালে চলতি সপ্তাহে সহিংস দুর্নীতিবিরোধী বিক্ষোভে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন বলে পুলিশ শুক্রবার (১২ সেপ্টেম্বর) জানিয়েছে। সরকার পতনের ফলে সৃষ্ট বিশৃঙ্খলার পূর্ণাঙ্গ চিত্র সামনে আসার সাথে সাথে নিহতের সংখ্যা আপডেট করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাঠমান্ডু থেকে এএফপি জানিয়েছে, নেপালে অন্তর্বর্তীকালীন প্রশাসনের নেতৃত্ব দিতে পারেন এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, প্রেসিডেন্ট, বিক্ষোভকারী প্রতিনিধি ও সেনাবাহিনীর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারি নিষেধাজ্ঞা, দুর্নীতি ও দুর্বল শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভের ওপর পুলিশের দমনপীড়নের সময় নিহতদের মধ্যে কমপক্ষে ২১ জন বিক্ষোভকারীও ছিলেন। মঙ্গলবার বিক্ষোভকারীরা সংসদে আগুন ধরিয়ে দেয়। পরে চাপের মুখে কেপি শর্মা অলি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এবং সেনাবাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়।

নেপালের সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, তারা বিদ্রোহের সময় লুট হওয়া ১০০টিরও বেশি বন্দুক উদ্ধার করেছে। এই সময় বিক্ষোভকারীদের স্বয়ংক্রিয় রাইফেল উঁচিয়ে ধরতে দেখা গেছে।

পুলিশের মুখপাত্র বিনোদ ঘিমিরে এএফপিকে জানান, এই সপ্তাহে বিক্ষোভে এখন পর্যন্ত ৫১ জন মারা গেছেন। এর মধ্যে কমপক্ষে ২১ জন বিক্ষোভকারী এবং তিনজন পুলিশ সদস্য রয়েছেন।

তিনি বলেন, নিহতদের মধ্যে নেপালি নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে পালানোর সময় বা পরে নিহত বন্দীরাও অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরো বলেন, বিশৃঙ্খলার সময় দেশব্যাপী একাধিক কারাগার থেকে পালিয়ে যাওয়া ১২ হাজার ৫০০ জনেরও বেশি বন্দী এখনো পলাতক রয়েছেন। কিছু পলাতক ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। ভারতীয় সীমান্ত বাহিনী অনেককে আটক করেছে।

সূত্র : বাসস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]