28701

09/13/2025 নেপালের সংসদে জাতীয় নির্বাচন মার্চে

নেপালের সংসদে জাতীয় নির্বাচন মার্চে

রাজ টাইমস ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৭

নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে সরকার উৎখাত হওয়ার পর দেশটির সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ৭৩ বছর বয়সী কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। তার দায়িত্ব নেয়ার দিনই জানিয়ে দেয়া হয়েছে, আগামী বছরের ৫ মার্চ দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে গত সপ্তাহে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হন। সোমবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কিন্তু ততক্ষণে বিক্ষোভ গণআন্দোলনে রূপ নেয়। এরপর মঙ্গলবার সহিংস বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন।

শুক্রবার নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেলের প্রেস উপদেষ্টা বিবিসিকে নিশ্চিত করেন, সুশীলা কার্কি সন্ধ্যায় শপথ নেবেন।

কয়েকদিনের আলোচনার পর প্রেসিডেন্ট ও বিক্ষোভকারী নেতারা সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন। এতে আইন বিশেষজ্ঞরাও অংশ নিয়েছিলেন।

শপথ গ্রহণের পর শুক্রবার রাতেই পার্লামেন্ট ভেঙে দেয়া হয় এবং আগামী বছরের ৫ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়। কার্কি কয়েক দিনের মধ্যেই তার মন্ত্রীদের নিয়োগ করবেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : বিবিসি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]