28704

09/13/2025 জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ, ফলাফলের অপেক্ষা

জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ, ফলাফলের অপেক্ষা

রাজ টাইমস ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে।

শনিবার দুপুর সোয়া দুইটার দিকে ভোট গণনা শেষ হয়। এখন ফলাফলের জন্য অপেক্ষা করছেন প্রার্থীসহ শিক্ষার্থীরা।

এদিকে শনিবার সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। এর আগে সকালে প্রক্টর ও জাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, দুপুর আড়াইটার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে জাকসু নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ম্যানুয়ালি এই ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]