28736

09/28/2025 ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিলো ইউরোপের আরেক দেশ

ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিলো ইউরোপের আরেক দেশ

রাজ টাইমস ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩০

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলো ইউরোপের আরেক দেশ লুক্সেমবার্গ। দেশটি জানিয়েছে, আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগে কয়েকটি দেশের সঙ্গে যুক্ত হবে তারা।

মঙ্গলবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এখনও প্রাসঙ্গিক—এটি প্রমাণ করার জন্য বিশ্বজুড়ে একটি আন্দোলন গড়ে উঠেছে।’

তিনি আরও জানান, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই আন্দোলনে ইতিবাচক ভূমিকা রাখতে চায় লুক্সেমবার্গ সরকার।

এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এছাড়া ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও বেলজিয়ামও জাতিসংঘের আসন্ন অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে।

অন্যদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, এই ধরনের স্বীকৃতি হামাসকে “উৎসাহ” দিচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]