28829

09/28/2025 রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

রাজ টাইমস ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৯

রাজশাহী মহানগর ছাত্রদল ও এর অধীনস্থ মতিহার উত্তর, মতিহার দক্ষিণ এবং কাটাখালী থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এই সিদ্ধান্ত দিয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী মহানগর শাখা এবং মহানগর শাখার অধীন মতিহার উত্তর, দক্ষিণ ও কাটাখালী থানা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। শিগগিরই এসব ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

রাজশাহী মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেইলের মাধ্যমে নোটিশ পেয়েছি। তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাই।

মহানগরীর আওতাধীন শুধু তিনটি থানা কমিটি বিলুপ্ত প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে আমরা কিছু জানি না। আমাদের কমিটির মেয়াদ দুই বছর এক-দুই মাস হয়েছিল। দুই বছর মেয়াদি এসব কমিটি দু-তিন বছর থাকে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]