09/28/2025 পবায় জামায়াতের ৫দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পবা প্রতিনিধি:
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৫
জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে নির্বাচনের আয়োজন এবং কেন্দ্র ঘোষিত ৫দফা দাবিতে রাজশাহীর পবা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা হতে নওহাটা কলেজ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে ঘিরে দুপুর থেকেই কলেজ মোড় এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। হাজারো নেতাকর্মীর ভিড়ে কলেজ মোড় জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অ্যাড. আবু মোহাম্মদ সেলিম।
পবা উপজেলার জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ নূরুজ্জামানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ।
বক্তাগণ বলেন, “দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে আগামী নির্বাচনের প্রস্তুতি স্বচ্ছ ও গ্রহণযোগ্য হতে হবে। জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়, তাই সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এ ছাড়া স্বৈরাচারী জুলুম ও দুর্নীতির বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”
“বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন ছাড়া বিকল্প নেই। প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর মেনে নেবে না।”
নওহাটা পৌরসভা আমির মাওলানা সুজা উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতের রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি হাফেজ খাইরুল ইসলাম, মহানগর যুব বিভাগের সভাপতি মো. সালাউদ্দিন, পবা থানার আমির মো. আজম আলী, কাটাখালী থানার ভারপ্রাপ্ত আমীর মকবুল হোসেন, কর্ণহার থানার আমির অধ্যাপক আব্দুর রহিম, হুজুরিপাড়া ইউনিয়ন আমীর রাসেল রহমান লিটন, দর্শনপাড়া ইউনিয়ন জামায়াত নেতা হাফেজ হাসান মামুন, নওহাটা পৌরসভা সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মশিউর রহমান, পবা থানার শিবির সভাপতি সাদিকুল ইসলাম প্রমূখ।