28846

09/28/2025 জাতিসংঘে শেহবাজ শরীফের ভাষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করল ভারত

জাতিসংঘে শেহবাজ শরীফের ভাষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করল ভারত

রাজ টাইমস ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৫

জাতিসংঘ সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সামরিক সংঘাতে জয় দাবি, যুদ্ধবিমান ধুলোয় মিশিয়ে দেওয়া এবং হিন্দুত্ববাদী উগ্রবাদ নিয়ে ভাষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে নয়াদিল্লি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শেহবাজ শরিফের ভাষণের কয়েক ঘণ্টা পর জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সচিব পেটাল গাহলট ইসলামাবাদের বিরুদ্ধে 'অযৌক্তিক নাটকীয়তা' এবং 'সন্ত্রাসবাদকে মহিমান্বিত করার' অভিযোগ আনেন।

শেহবাজের দাবির বিপক্ষে খোঁচা দিয়ে গাহলট বলেন, 'যদি ধ্বংসপ্রাপ্ত রানওয়ে এবং পুড়ে যাওয়া হ্যাঙ্গারগুলোকে বিজয়ের মতো দেখায়, যেমনটি প্রধানমন্ত্রী (শেহবাজ) দাবি করেছেন, তাহলে পাকিস্তান তা উপভোগ করতে পারে।'

ভারতের কূটনীতিক পাকিস্তানকে কয়েক দশক ধরে ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে দেশটির বিরুদ্ধে 'সন্ত্রাসবাদ মোতায়েন এবং রপ্তানি' করার অভিযোগ আনেন।

এর আগে সাধারণ পরিষদের ভাষণে শেহবাজ বলেন, 'এই বছরের মে মাসে, আমার দেশ আমাদের পূর্ব ফ্রন্ট থেকে বিনা উস্কানিতে আগ্রাসনের মুখোমুখি হয়েছিল। শত্রুরা অহংকারে ঢাকা পড়েছিল এবং আমরা তাদের অপমানিত করে ফেরত পাঠিয়েছি।'

তিনি বলেন, 'আমাদের বীর সশস্ত্র বাহিনী শত্রুর আক্রমণ প্রতিহত করে অত্যাশ্চর্য পেশাদারিত্বের অভিযান চালিয়েছে। আমাদের বাজপাখি উড়ে এসে আকাশজুড়ে তাদের জবাব খোদাই করেছে, যার ফলে সাতটি ভারতীয় বিমান ধ্বংস ও ধূলিসাৎ হয়ে গেছে।'

শেহবাজ আরও বলেন, 'ঘৃণামূলক বক্তব্য অথবা যে কোনো ব্যক্তি বা ধর্মের বিরুদ্ধে সহিংসতার কোনো স্থান থাকা উচিত নয়। ভারতের হিন্দুত্ব-চালিত চরমপন্থার মতো ঘৃণা-চালিত মতাদর্শ সমগ্র বিশ্বের জন্য বিপদ ডেকে আনছে। আমি কাশ্মীরি জনগণকে আশ্বস্ত করতে চাই যে, আমি তাদের সঙ্গে আছি, পাকিস্তান তাদের সঙ্গে আছে এবং একদিন শিগগিরই কাশ্মীরে ভারতের অত্যাচার বন্ধ হয়ে যাবে।'

জাতিসংঘ সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সামরিক সংঘাতে জয় দাবি, যুদ্ধবিমান ধুলোয় মিশিয়ে দেওয়া এবং হিন্দুত্ববাদী উগ্রবাদ নিয়ে ভাষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে নয়াদিল্লি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শেহবাজ শরিফের ভাষণের কয়েক ঘণ্টা পর জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সচিব পেটাল গাহলট ইসলামাবাদের বিরুদ্ধে 'অযৌক্তিক নাটকীয়তা' এবং 'সন্ত্রাসবাদকে মহিমান্বিত করার' অভিযোগ আনেন।

শেহবাজের দাবির বিপক্ষে খোঁচা দিয়ে গাহলট বলেন, 'যদি ধ্বংসপ্রাপ্ত রানওয়ে এবং পুড়ে যাওয়া হ্যাঙ্গারগুলোকে বিজয়ের মতো দেখায়, যেমনটি প্রধানমন্ত্রী (শেহবাজ) দাবি করেছেন, তাহলে পাকিস্তান তা উপভোগ করতে পারে।'

ভারতের কূটনীতিক পাকিস্তানকে কয়েক দশক ধরে ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে দেশটির বিরুদ্ধে 'সন্ত্রাসবাদ মোতায়েন এবং রপ্তানি' করার অভিযোগ আনেন।

এর আগে সাধারণ পরিষদের ভাষণে শেহবাজ বলেন, 'এই বছরের মে মাসে, আমার দেশ আমাদের পূর্ব ফ্রন্ট থেকে বিনা উস্কানিতে আগ্রাসনের মুখোমুখি হয়েছিল। শত্রুরা অহংকারে ঢাকা পড়েছিল এবং আমরা তাদের অপমানিত করে ফেরত পাঠিয়েছি।'

তিনি বলেন, 'আমাদের বীর সশস্ত্র বাহিনী শত্রুর আক্রমণ প্রতিহত করে অত্যাশ্চর্য পেশাদারিত্বের অভিযান চালিয়েছে। আমাদের বাজপাখি উড়ে এসে আকাশজুড়ে তাদের জবাব খোদাই করেছে, যার ফলে সাতটি ভারতীয় বিমান ধ্বংস ও ধূলিসাৎ হয়ে গেছে।'

শেহবাজ আরও বলেন, 'ঘৃণামূলক বক্তব্য অথবা যে কোনো ব্যক্তি বা ধর্মের বিরুদ্ধে সহিংসতার কোনো স্থান থাকা উচিত নয়। ভারতের হিন্দুত্ব-চালিত চরমপন্থার মতো ঘৃণা-চালিত মতাদর্শ সমগ্র বিশ্বের জন্য বিপদ ডেকে আনছে। আমি কাশ্মীরি জনগণকে আশ্বস্ত করতে চাই যে, আমি তাদের সঙ্গে আছি, পাকিস্তান তাদের সঙ্গে আছে এবং একদিন শিগগিরই কাশ্মীরে ভারতের অত্যাচার বন্ধ হয়ে যাবে।'

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]