28852

09/28/2025 রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৬

রাজশাহী নগরীর ভদ্রা বাজার রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। বৃদ্ধের নাম ছাদেক আলী শেখ (৭০)। তিনি পাবনার ভারারাপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে এগারটার দিকে ওই ব্যক্তি ভদ্রা রেল ক্রসিংয়ের অদুরে হেটে রেল লাইল পার হচ্ছিলেন। এসময় রাজশাহী অভিমুখি একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মারা যান। পরে রেল পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে। এ ঘটনার পর স্থানীয়রা রেল লাইন ঘেঁষা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী জানায়। এদিকে বেলা ১০ টার দিকে রাজশাহী কোর্টস্টেশন লেভেলক্রসিংয়ের বার ভেঙে এক স্কুলছাত্র আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]