28862

10/01/2025 খাগড়াছড়িতে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত

খাগড়াছড়িতে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত

রাজ টাইমস ডেস্ক

১ অক্টোবর ২০২৫ ০৭:২১

খাগড়াছড়িতে চলমান অনির্দিষ্টকালের অবরোধ আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। তাদের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জুম্ম ছাত্র-জনতা নামে ফেসবুক পেজে মিডিয়া সেল থেকে দেয়া এক পোস্টে তারা এ কথা জানায়।

পোস্টে জানানো হয়, শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত ৮ দফা বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান অবরোধ কর্মসূচি আজ রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হলো।

এতে আরো বলা হয়, গুইমারায় উদ্ভূত পরিস্থিতিতে গতকাল ২৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলাসংক্রান্ত সভায় আমাদের ছয়জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

প্রতিনিধি দল প্রশাসনের কাছে ৮ দফা দাবিনামা উপস্থাপন করে, যা প্রশাসনের পক্ষ থেকে পূরণের আশ্বাস দেয়া হয়। পাশাপাশি প্রশাসন জানিয়েছে, চলমান অবরোধ প্রত্যাহার করা হলে ১৪৪ ধারাও তুলে নেয়া হবে।

এছাড়া গুইমারায় সঙ্ঘটিত ঘটনার তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও আমরা অবহিত হয়েছি।

এদিকে জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি দলের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে আজ দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার ও গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক চৌধুরী প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]