10/02/2025 গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরাইলি হামলার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক:
২ অক্টোবর ২০২৫ ১৯:০১
গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরাইলি হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহষ্পতিবার বিকেল ৫.০০ টায় রাজশাহী মহানগরী ছাত্রশিবিরের আয়োজনে নগরীর জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ^বিদ্যালয় শাখার সভাপতি ও রাকসু নির্বাচনের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। তিনি বলেন, অভুক্ত অসহায় যুদ্ধে ধ্বংস জনপদ গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজে হামলা করে আটক করা চরম মানবতার লঙ্ঘন। ইসরাইল সেখানে অন্যায়ভাবে ধ্বংসযজ্ঞ চালিয়ে এক চরম অন্যায় করেছে আবার ত্রাণবাহী জাহাজ আটকে আরো ঘৃণ্য অন্যায় করছে। জাতিসংঘের প্রতি আমি আহব্বান জানায় দ্রুত ইসরাইলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ব্যাবস্থা নিন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির, রাজশাহী বিশ^বিদ্যালয় শিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল, রাজশাহী জেলা পূর্ব ও পশ্চিমের সভাপতিদ্বয়।